আগৈলঝাড়ায় পান বরজের সাথে শত্রুতা
প্রতিনিধি, গৌরনদী (বরিশাল) : পূর্ব শত্রুতার জেরধরে জেলার আগৈলঝাড়া উপজেলার মোল্লাপাড়া গ্রামের একটি পান বরজে আগাছা ধ্বংসকারী ওষুধ ছিটিয়ে প্রায় দুইলাখ টাকার পান বরজ নষ্ট করার অভিযোগ পাওয়া গেছে । এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়েরের পর শনিবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন ।
লিখিত অভিযোগের জানা গেছে, ওই গ্রামের মৃত মুনসুর আলী হাওলাদারের পুত্র শহিদুল ইসলামের ২০ শতক জমির ওপরের শতাধিক পান বরজে পূর্ব শত্রুতার জেরধরে আগাছা ধ্বংসকারী ওষুধ স্প্রে করে একই এলাকার সোবাহান মৃধা । ফলে প্রতিটি গাছ ঢলে পরে প্রায় দুই লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে ।
শহিদুল ইসলাম বলেন, বিগত দুই বছর পূর্বেও সোবাহান আমার পানবরজে আগাছা ধ্বংসকরার ওষুধ স্প্রে করেছিলো । এরপূর্বে সে (সোবাহান) প্রকাশ্যে পান বরজের এক পাশের বেড়া জোরপূর্বক কেটে ফেলে। লিখিত অভিযোগ প্রাপ্তির সত্যতা স্বীকার করে আগৈলঝাড়া থানার ওসি মোঃ গোলাম ছরোয়ার বলেন, পুরো ঘটনার তদন্ত চলছে । তদন্তে যার বিরুদ্ধে অভিযোগ প্রমানিত হবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে ।