গৌরনদীতে কমিউনিটি মেডিকেল অফিসারের বিরুদ্ধে তদন্ত শুরু
প্রতিনিধি, গৌরনদী (বরিশাল) ॥ সরকারী ঔষধ সাধারণ রোগীদের মাঝে বিতরণ না করে ডাসবিনে ফেলে রাখার ঘটনায় জেলার গৌরনদী উপজেলার বাটাজোর উপ-স্বাস্থ্য কেন্দ্রের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সিনিগ্ধা রায়ের বিরুদ্ধে দ্বিতীয় দফায় তদন্ত কাজ শুরু করা হয়েছে।
তদন্তকারী অফিসার ও আগৈলঝাড়া উপজেলা হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ বখতিয়ার আল মামুন জানান, বাটাজোর উপ-স্বাস্থ্য কেন্দ্রের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসারের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়টি তদন্তের জন্য জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে তাকে (ডাঃ বখতিয়ার আল মামুন) দায়িত্ব দেয়ার প্রেক্ষিতে বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত কাজ শুরু করা হয়। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরও জানান, বিষয়টির এখনো তদন্ত চলছে। তদন্ত কাজ শেষ হলে বিস্তারিত জানানো হবে। এর আগে গৌরনদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তার কার্যালয় থেকে গঠিত তদন্ত কমিটি প্রথম দফায় বিষয়টি নিয়ে তদন্ত করেন। উল্লেখ গত কয়েক দিন পূর্বে বাটাজোর উপ-স্বাস্থ্য কেন্দ্রে দায়িত্বরত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সিনিগ্ধা রায়ের বিরুদ্ধে সরকারী ঔষধ সাধারণ রোগীদের মাঝে বিতরণ না করে স্বাস্থ্য কেন্দ্রের পাশে ডাসবিনে ফেলে রাখার অভিযোগ ওঠে। বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর সিভিল সার্জন কার্যালয় থেকে আগৈলঝাড়া উপজেলা হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তাকে তদন্তের জন্য দায়িত্ব দেয়া হয়।