গৌরনদীতে ৬৬৫টি মসজিদে দোয়া-মিলাদ
প্রতিনিধি, গৌরনদী (বরিশাল) : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তৎকালীন কৃষি মন্ত্রী শহীদ আব্দুর রব সেরনিয়াতসহ ১৫ আগষ্ট ঘাতকের হাতে নির্মমভাবে নিহত সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় বরিশালের গৌরনদীতে এক যোগে ৬৬৫টি মসজিদে কোরানখানি ও দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়েছে ।
রবিবার বিকেলে উপজেলা ও পৌর আওয়ামীলীগ এবং সকল সহযোগী সংগঠনের উদ্যোগে এ দোয়া-মিলাদের আয়োজন করা হয়। এছাড়াও গৌরনদী বাসষ্ট্যান্ডের দলীয় কার্যালয়ে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়। দোয়া-মিলাদে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীন, সাধারন সম্পাদক ও পৌর মেয়র মোঃ হারিছুর রহমান, ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান ফরহাদ মুন্সীসহ অন্যান্যরা ।