বরিশালে অস্ত্রসহ ১০ ডাকাত আটক
প্রতিনিধি, হিজলা (বরিশাল) : মেঘনা নদীর জেলার হিজলা উপজেলার খালিশপুর এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ ১০ ডাকাতকে আটক করেছে কোস্টগার্ডের সদস্যরা। বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেঃ এসএম তাহসিন রহমান ।
সূত্রমতে, বুধবার দিবাগত রাত সোয়া ১২ টার দিকে কোস্টগার্ড ও উপজেলা মৎস্য কর্মকর্তা মা ইলিশ সংরক্ষন অভিযানে যৌথ অভিযান পরিচালনা করেন । অভিযান শেষে টহলদল মেঘনা নদীর খালিশপুর এলাকা থেকে বিসিজি স্টেশনে যাওয়ার পথে ইঞ্জিনচালিত একটি নৌকাযোগে ১০ সদস্যর একটি ডাকাত দলকে আটক করে । এসময় তাদের কাছ থেকে চারটি দেশীয় রামদা, দুইটি দেশীয় দা, সাতটি মোবাইল ফোন ও একটি টর্চ লাইট জব্দ করে। পরবর্তীতে আটককৃতদের হিজলা থানায় হস্তান্তর করা হয়েছে ।