বরিশাল বিভাগ

বরিশালে দারাজের গাড়ি থেকে ইয়াবা উদ্ধার

Share this:

বরিশাল ব্যুরো : অনলাইনে পণ্য বিক্রয়ের প্রতিষ্ঠান দারাজের পন্য ডেলিভারী গাড়ি থেকে ইয়াবা উদ্ধার করেছেন বরিশালের বাবুগঞ্জ থানা পুলিশ । এ ঘটনায় গাড়ির চালক ও ডেলিভারী ম্যানকে আট করা হয়েছে ।

বৃহস্পতিবার দুপুর ২ টায় বাবুগঞ্জের স্টীল ব্রীজ এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা উদ্ধার ও দুজনকে আটক করা হয়েছে। আটককৃত গাড়ীর চালক গকুল চন্দ্র(২৩)পিরোজপুর জেলার মঠবাড়িয়া সদর উপজেলার অতুল চন্দ্রের ছেলে এবং ডেলিভারীম্যান মোঃ শাহাদাত হোসেন(২২) বরিশালের চরমোনাই ইউনিয়নের ইছাগুড়া গ্রামের মোঃ এমদাদ আকনের ছেলে ।

বাবুগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মাহাবুবুর রহমান জানিয়েছেন,গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন অনলাইন শপ দাজারের পন্য ডেলিভারী ভ্যানে ইয়াবা রয়েছে । এমন সংবাদের পরিপ্রেক্ষিতে ওসি মোঃ মাহাবুবুর রহমানের নেতৃত্বে এসআই মোঃ ওসমান গণি ও এএসআই মোঃ জসিম উদ্দিনসহ সঙ্গীয় ফোর্স নিয়ে রহমতপুর-মীরগঞ্জ সড়কের স্টীল ব্রীজে অবস্থান নেন ।

কিছুক্ষন পরই অনলাইন শপ দারাজের একটি পন্য ডেলিভারীর কাভার্ড ভ্যান( ঢাকা মেট্রো-থ ৫৪-৩৪১৫) ব্রীজ অতিক্রম কালে পুলিশ আটক করে। এ সময় গাড়ি তল্লাশি চালিয়ে চালকের আসনের সিট কভারের ভেতর থেকে কাগজে মোরানো অবস্থায় ১০ পিচ ইয়াবা জব্দ করেন । এ সময় চালক ও ডেলিভারী ম্যানকে আটক করা হয়েছে । তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের এর প্রস্তুতি চলছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *