বরিশাল বিভাগ

আগৈলঝাড়ায় স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদন্ড

Share this:

বরিশাল ব্যুরো : যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী সাইদুল ইসলাম মৃধাকে মৃত্যুদন্ড দিয়েছে আদালত। পাশাপাশি তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। বরিশাল নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক আবু শামীম আজাদ আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন ।


সোমবার সকালে আদালত সূত্রে জানা গেছে, জেলার আগৈলঝড়া উপজেলার বাকাল গ্রামের আলতাব মৃধার ছেলে সাইদুল ইসলামের সাথে গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ার ফজলুল হক কাজীর মেয়ে আয়শা আক্তারের বিয়ে হয় ।

বিয়ের পর পরই তিন লাখ টাকা যৌতুকের দাবিতে আয়শাকে শারিরিক ও মানসিক নির্যাতন শুরু করে সাইদুল। তারই ধারাবাহিকতায় ২০১৬ সালের ৫ অক্টোবর বাবার বাড়ি থেকে যৌতুকের টাকা না আনায় সাইদুল ডাবের পানির সাথে বিষ মিশিয়ে আয়শা আক্তারকে পান করিয়ে পরিকল্পিতভাবে হত্যা করে ।


এ ঘটনায় ওইদিন আগৈলঝাড়া থানায় আয়শার বাবা ফজলুল হক কাজী বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলায় ২০ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ শেষে রবিবার শেষ কার্যদিবসে আদালতের বিচারক উল্লেখিত রায় ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *