বিশ্বরঙ এর বাসন্তী সুন্দরী-২০২২ প্রতিযোগীতা
“বিশ্বরঙ” সুদীর্ঘ ২৬ বছর ধরে বাংলাদেশের ফ্যাশন ইন্ডাস্ট্রিতে অন্যতম ফ্যাশন ব্রান্ড হিসেবে পরিচিত একটি নাম। এই ২৬ বছরে বাংলাদেশের ফ্যাশন ইন্ডাস্ট্রিকে বহু প্রতিভাবান মডেল উপহার দিয়েছে বিভিন্ন ইভেন্ট আয়োজনের মাধ্যমে। যারা নিজস্ব প্রতিভায় প্রতিনিয়ত আলোকিত করছে এ দেশের মিডিয়া অঙ্গনকে। বিশ্বরঙ এর আয়োজনে “২০-২০ কালারস্” এবং “শারদ সাজে বিশ্ব রঙ এর দিদি” প্লাটফর্ম থেকে যারা বিজয়ী হয়েছেন তাদের সবাই এখন মিডিয়া জগতের নাটক, সিনেমা, বিজ্ঞাপনে ভালো ভালো কাজ উপহার দিচ্ছেন সবাইকে, তারা হয়তো আগামী সময়ের উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকবেন। সেই ধারাবাহিকতায় ঋতুরাজ বসন্ত উদ্যাপন উপলক্ষে বিশ্বরঙ আয়োজন করেছে “বাসন্তী সুন্দরী-২০২২” প্রতিযোগীতা। আপনি কি “বিশ্বরঙ বাসন্তী সুন্দরী” হতে চান? তাহলে নিন্মে উল্লেখিত নিয়ম অনুযায়ী ৩১ জানুয়ারী ২০২২ এর মধ্যে ফরম জমা দিন আপনার নিকটবর্তী বিশ্বরঙ এর যে কোন শোরুমে।
দেশের যেকোন প্রান্ত থেকে যেকোন বয়সের, মেয়েরাই অংশগ্রহণ করতে পারবে এই প্রতিযোগীতায়।সদ্য তোলা ৪জ সাইজের ৪ কপি (ক্লোজ, মিড লং, ফুল লেন্থ) ছবি সহ আপনার নিকটবর্তী বিশ্বরঙ শোরুম থেকে ফরম পূরণ করে জমা দিতে হবে।শোরুম থেকে চেক ইন এর মাধ্যমে আপনার অংশগ্রহন নিশ্চিত করুন।প্রতিযোগীতায় বিচারক থাকবেন বাংলাদেশের প্রখ্যাত মিডিয়া ব্যাক্তিত্বরা।
যেকোন প্রয়োজনে কল করুন : ০১৭৩০০৬৮০৬৩, ০১৭৩০০৬৮০৪৩ ভিজিট করুন : বিশ্বরঙ অনলাইন শপ