এস.এ টিভিতে তারুণ্যের গান
নবীন শিল্পীদের জন্য এসএ টিভির ভিন্নধারার আয়োজন তারুণ্যের গান।
অনুষ্ঠানটি সম্পর্কে প্রযোজক শাওন রায় চৌধুরী জানান প্রতিভাবান তরুণ ও নবীণ সঙ্গীতশিল্পীদের জন্য এই অনুষ্ঠানটির পরিকল্পনা করা হয়েছে। ইতোমধ্যেই দেশের বিভিন্ন অঞ্চল থেকে সঙ্গীতশিল্পীরা অনুষ্ঠানটিতে অংশগ্রহনের জন্য ব্যাপক আগ্রহ প্রকাশ করছেন। বাছাই প্রক্রিয়ার মাধ্যমে প্রতিপর্বের জন্য একজন করে শিল্পী সঙ্গীত পরিবেশন করেন।
এনিলা তানজুমের উপস্থাপনায় এবারের পর্বে সঙ্গীত পরিবেশন করবেন রুকাইয়া খানম আঁখি। প্রতি বৃহস্পতিবার রাত ৯টায় অনুষ্ঠানটি সম্প্রচারিত হয়।
এএস/ঢাকা /২৩