বরিশাল বিভাগ

পার্ক থেকে ফেরার পথে দূর্ঘটনায় কিশোর নিহত

Share this:


প্রতিনিধি, গৌরনদী (বরিশাল) বন্ধুদের সাথে পার্কে ঘুরতে গিয়ে বাড়ি ফেরার পথে নাঈম বয়াতী (১৬) নামের এক কিশোর নিহত হয়েছে । নিহত নাঈম গৌরনদী পৌর এলাকার টিকাসার মহল্লার খোকন বয়াতীর ছেলে ।


নিহতের স্বজনরা জানান, বুধবার বিকেলে বাটাজোর শাহী ৯৯ পার্ক থেকে ইজিবাইকে বাড়ি ফিরছিলো নাঈম । পথিমধ্যে ঢাকা-বরিশাল মহাসড়কের আশোকাঠী এলাকায় ইজিবাইক উল্টে গুরুতর আহত হয় নাঈম । তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষনা করেন ।

এ ঘটনায় ইজিবাইকের চালকসহ আরও দুইজন যাত্রী আহত হয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *