মোটরসাইকেলের ধাক্কায় ইউপি সদস্য নিহত
প্রতিনিধি, গৌরনদী (বরিশাল) বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় মোকতার হোসেন সরদার (৫৫) নামের এক পথচারী চিকিৎসাধীন অবস্থায় নিহত হয়েছে । নিহত মোকতার হোসেন গৌরনদী উপজেলার দক্ষিণ বিল্বগ্রাম এলাকার বাসিন্দা । সে মাহিলাড়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ছিলো ।
মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহ পিকলু জানান, সোমবার রাত এগারটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের আশোকাঠী থেকে পায়ে হেটে বাড়িতে ফিরছিলেন মোকতার হোসেন । এসময় বিজ্রের ঢালে বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হয় মোকতার হোসেন ।
স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে আশোকাঠী হাসপাতালে নিয়ে যায় । সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য শেবাচিম হাসপাতালে ভর্তি করেন । গৌরনদী হাইওয়ে থানার সার্জেন্ট মোঃ মাহবুবুর রহমান জানান, অজ্ঞাত মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হয় পথচারী মোকতার হোসেন । ঈদের দিন মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় সে নিহত হয় ।