তেল ব্যবসায়ীদের জরিমানা
প্রতিনিধি, গৌরনদী (বরিশাল) বোতলজাত ও খোলা সয়াবিন তেল সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে বিক্রি, মোড়ক থেকে মূল্যে মুছে ফেলা, মূল্যে তালিকা প্রদর্শন না করা ও মোড়কে পণ্যের মূল্যে নির্ধারণ না করায় ছয় ব্যবসায়ীকে দুই লাখ আট হাজার টাকা জরিমানা করা হয়েছে ।
বাবুগঞ্জের রহমতপুর ও গৌরনদী উপজেলার বাটাজোর বন্দরে বরিশাল র্যাব-৮ এবং কনজুমারস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর সহযোগিতায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় কর্মকর্তারা অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন ।
পাশাপাশি বোতলের গায়ে লেখা নির্ধারিত মূল্যে এবং পূর্বের ক্রয় করা তেল পূর্বের নির্ধারিত মূল্যে জনগনের মাঝে বিক্রির ব্যবস্থা করেন । অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় উপপরিচালক মোঃ সেলিম ।
এসময় উপস্থিত ছিলেন সহকারী পরিচালক সুমি রানী মিত্র, সাফিয়া সুলতানা ও মোঃ শাহ্ শোয়াইব মিয়া, ক্যাবের বরিশাল প্রতিনিধি মোঃ জাহাঙ্গীর মোল্লা।