যদি দাঁড়িয়েছেন তো খুঁয়েছেন সব!
দেশে ছিনতাইকারীর সংখ্যা কম না বেশী বেড়েছে সেটা নিয়ে নিয়ে মন্তব্য নয় তবে নিত্যনতুন কৌশল অবলম্বন করতে ছিনতাইকারীরা এক নতুন পন্থা অনুসরণ করছেন।
যদি
গলি, সড়ক বা মহাসড়কে রাতের বেলা চলার পথে যদি রাস্তার পার্শ্বে দেখেন মোবাইল পড়ে আছে এবং লাইট জ্বলছে।
ভুলেও লোভে পড়ে দাঁড়াবেন না। এটা একটা ফাঁদ ! মোবাইলের কেসিনের নীচে ম্যাচ (গ্যাস) লাইটারের ছোট্ট লাইট টি জ্বালিয়ে রেখে আপনাকে ফাঁদে ফেলার কৌশল এটি । ছিনতাই কারী আশেপাশে অবস্হান করে।আপনি মোবাইল উঠানোর জন্য দাড়ালে সবর্স্ব ছিনিয়ে নিবে চোখের পলকে। সাবধান থাকুন সচেতন হয়ে পথ চলুন।
লেখক -মালিহা ইসলাম।