গঠিত হলো বৈষম্যবিরোধী গণমাধ্যম আন্দোলন
গণমাধ্যমে বৈষম্য দূরীকরণ ও ন্যায্যতা ফিরিয়ে আনতে বৈষম্যবিরোধী গণমাধ্যম আন্দোলন গঠিত হয়েছে। এই
সংগঠন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভ্রাতৃপ্রতিম হিসেবে কাজ করবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক তসলিম ইসলাম অভির উপস্থিতিতে ১৩ আগস্ট মঙ্গলবার এই সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠিত হয়। কমিটির সমন্বয়কেরা হলেন
আমিরুল মোমেনীন মানিক, এমএ নোমান, কামরুজ্জামান বাবলু, এফ আই দীপু, আবিদ আজম, আমিনুর লিটন, আসিফ রহমান, ফারুক হোসেন খান, মো. আবদুল্লাহিল কাফী, আহমেদ আল আমীন, ফরিদুল ইসলাম নির্জন, সাম্য শাহ্, সাজু আহমেদ, আমিনুল ইসলাম মল্লিক, পিজিত মহাজন, শান্ত চিরাং এবং সাইনা ইসলাম।
মূলনীতিসমূহ:
১. বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতকরণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং এ ক্ষেত্রে প্রতিবন্ধকতা অপসারণের ব্যবস্থা করা।
২. গণমাধ্যমে বৈষম্য দূরীকরণ ও ন্যায্যতা নিশ্চিত করা।
৩. কর্মক্ষেত্রে বৈষম্য ও অবমূল্যায়নের শিকার কর্মীদের যথাযথ মূল্যায়নের ব্যবস্থা করা।
৪. অন্যায়ভাবে চাকরিচ্যুত গণমাধ্যমকর্মীদের বকেয়া পাওনা আদায়ের ব্যবস্থা করা।
৫. গণমাধ্যমকর্মীদের দলীয় পরিচয় বা সম্পর্কের ভিত্তিতে নয় বরং মেধার ভিত্তিতে মূল্যায়ন করতে হবে।
৬. সর্বশেষ ওয়েজ বোর্ড বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ করা।