পাইলট ছিলেন খলভিনেতা মুকুল দেব
(সোয়েব সিকদার)- বলিউডের জনপ্রিয় অভিনেতা মুকুল দেব। বেশ পরিচিত মুখ তিনি বলিউডের।১৯৯৬ সালে ‘দস্তক’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন মুকুল। খলনায়কের চরিত্রেই বেশি দেখা গিয়েছে তাঁকে। স্ক্রিন শেয়ার করেছেন বহু তাবড় অভিনেতার সঙ্গে। ভারতীয় বাংলা সিনেমায়ও কাজ করেছেন তিনি।
আজ শনিবার সকালে তিনি মারা যান। অভিনেতার মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়। তবে বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন অভিনেতা। শেষ ক’দিন ছিলেন আইসিইউতে।
খলনায়কের চরিত্রে পরিচিত মুখ ছিলেন মুকুল। তাঁর আরও একটি পরিচয়, বলিউড অভিনেতা রাহুল দেবের ভাই তিনি। সূত্রের খবর, গত কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন মুকুল। ভর্তি ছিলেন আইসিইউতে। মুকুল দেবের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন বিটাউনের আরেক অভিনেতা বিন্দু দারা সিং। মুকুল দেবের সঙ্গে ‘সন অফ সর্দার’ ছবিতে একসঙ্গে কাজ করেছেন বিন্দু। এই ছবিতে অভিনয় করেছেন অজয় দেবগণ, সঞ্জয় দত্ত, জুহি চাওলা, সোনাক্ষী সিন্হা-সহ বলিউডের আরও অনেক পরিচিত মুখ।

ইয়ামলা পাগলা দিওয়ানা’, ‘আর রাজকুমার’ এবং ‘জয় হো’ সহ একাধিক হিন্দি ও আঞ্চলিক ভাষার ছবিতে অভিনয় করেছেন। টেলিভিশনেও তিনি ‘ঘরওয়ালি উপরওয়ালি’, ‘কাহানি ঘর ঘর কী’র মতো জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন। এমনকী টলিউডের বেশকিছু ছবিতে খল নায়কের চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। তার মধ্যে অন্যতম জিৎ-এর ‘আওয়ারা’।
মুকুল দেবের জন্ম ১৭ সেপ্টেম্বর ১৯৭০ সালে দিল্লিতে। তিনি একজন প্রশিক্ষিত পাইলট ছিলেন এবং তার বাবা হরি দেব দিল্লি পুলিশের সহকারী কমিশনার ছিলেন। মুকুল দেবের ভাই রাহুল দেবও একজন অভিনেতা। জানা যাচ্ছে, বাবা-মায়ের মৃত্যুর পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন মুকুল। কারওর সঙ্গে দেখা করতেন না। অভিনয় জগৎ থেকেও দূরে ছিলেন তিনি। মুকুল দেবের অকস্মাৎ মৃত্যুতে চলচ্চিত্র ও টেলিভিশন জগতে শোকের ছায়া নেমে এসেছে।

