বিনোদন

ব্যবধান গানটিতে অপ্রকাশিত ভালোবাসাটাই ফুটে উঠেছে- সজল

Share this:

আর কয়েকদিন পরেই ঈদ ঈদকে কেন্দ্র করেই ব্যস্ত হয়ে উঠেছেন বিভিন্ন তারকারা তাদের মুক্তির পথে সিনেমা নিয়ে। এবারের ঈদে মুক্তির অপেক্ষায় আছে প্রায় এক হালির মত সিনেমা তারমধ্যে জ্বীন- ৩ অন্যতম।

জ্বীন- ৩ মুক্তির আগেই আলোচনায় এসেছেন তাদের গান দিয়ে। গত সপ্তাহে মুক্তি পায় জ্বীন-৩ প্রথম গান কন্যা। পথে পথে হাসি মেখে, ফুলেরা ঘ্রাণ ছড়াল/উড়ে উড়ে কুহু সুরে, পাখিরা গান শোনাল’—এমন কথার গানের ছন্দ মন কেড়েছিল দর্শকদের। রাতারাতি বদলে দেয় সিনেমা গানের পূর্বের অতীতকে। বাংলাদেশের প্রথম সারির সকল তারকারা গানটি তাদের যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন। মেতে পরেন লক্ষ লক্ষ দর্শক, এমনকি ইউটিউবের গানের দ্বিতীয় ট্রেন্ডে চলে আসে গানটি।

এবার তার রেশ কাটতে না কাটতেই, চলে এলো জ্বীন- ৩ দ্বিতীয় গান। ‘জেনে নিও/ জেনে নিও তুমি আমার কত প্রিয় ‘ এমন হৃদয় স্পর্শ করা মনমুগ্ধকর কথার লাইন আবারো দর্শকদের মনে নাড়া লাগে। গত তিনদিন আগে মুক্তি পায় ‘ ব্যবধান’ শিরোনামের এই গানটি। গানটি লিখেছেন আবদুল আজিজ,ও সুর করেছেন আকাশ এবং সংগীত করেছেন ওয়াহিদ শাহীন। এবং গানটি গেয়েছেন মায়ামুগ্ধতা দিয়ে গেয়েছেন কেয়া। বরাবরের মতো গানে পারফর্ম করতে দেখা গিয়েছে আব্দুন নূর সজল এবং নুসরাত ফারিয়াকে।

রোমান্টিক এই গানে পারফর্ম নিয়ে কথা হয় আবদুন নূর সজলের সাথে কে বলেন, এটি একটি রোমান্টিক ঘরানার গান। এই গানের মধ্য দিয়ে ফুটে উঠেছে কিছু অপ্রকাশিত ভালোবাসা যে ভালোবাসাটা দূর থেকে দেখতে দেখতে এক সময় কাছে গিয়ে ভালোবাসাটা দেখা যায়। এমন অনেক ভালোবাসাই আছে যা আসলে অপ্রকাশিত থাকে। আর অপ্রকাশিত ভালোবাসাটা প্রকাশিত হলে সেটি আরো মনমুগ্ধকর হয়। এখানে আসলে ভালোবাসাটাই ঠিক ফুটে উঠেছে।দূর থেকে কিভাবে ভালোবাসা প্রকাশিত হয় সেটা আসলে দেখানোর চেষ্টা করে করা হয়েছে। আমরা চেষ্টা করেছি একটা ভালো গান করার এবং সবার চেষ্টা ছিল এবং আমরা কঠোর পরিশ্রম করছি আলহামদুলিল্লাহ সব মিলে ভালো সাড়া পাচ্ছি গানটাতে। ব্যবধান গানটি আসলে ঠান্ডা প্রকৃতির গান এটা আসলে হেডফোন দিয়ে মধ্যরাতে গানটি শুনতে গেলে আলাদা ভাইব পাবে।

তিনি আরো বলেন, আর প্রথম কন্যা গানটা ছিল একটা চমক আমাদের জন্য। আমরা অনেক চেষ্টা করেছি ভালো করেছি এবং দর্শক ভালোভাবে নিয়েছে সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের দেশের বড় বড় তারকাদের এবং লিজেন্ড শিল্পীদের কাছে গানটা এত ভালো লাগবে এটা আসলে আমরা বুঝতে পারিনি তো সবকিছু মিলিয়ে থ্যাংকস টু আল্লাহ।

জাজ মাল্টিমিডিয়ার পেজ ইউটিউব এবং সজল এবং ফারিয়া ফেসবুক পেজে গানটি শেয়ারত আছে। বাংলা সিনেমার নানান গ্রুপে গানটি নিয়ে আলোচনা হচ্ছে।

রবিন মিয়া সজলের গানের কমেন্টস বক্সে লেখেন ‘ দারুণ একটি গান উপভোগ করলাম। কিছু সময়ের জন্য হারিয়ে গিয়েছিলাম।

চুমকি দাস নামে একজন লেখেন, পুরানো প্রেমের কথা ভুলে যেতে চাই। এই গানগুলো কিছু বলে দিতে চায়।

জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত হরর ঘরানার ‘জ্বীন ৩’ নির্মিত হয়েছে সত্য ঘটনার ছায়া অবলম্বনে। এটি পরিচালনা করেছেন কামরুজ্জামান রোমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *