বিবিধ

মারা গেলেন গায়ক জুবিন গার্গমারা গেলেন

Share this:

ভারতীয় সংগীত অঙ্গনে আবারও শোকের ছায়া। স্কুবা ডাইভিং (পানির নিচে অক্সিজেন ট্যাংক নিয়ে সাঁতার) করতে গিয়ে গুরুতর আহত হয়ে মারা গেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী জুবিন গার্গ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর। ভারতীয় গণমাধ্যমে উঠে এসেছে এ তথ্য। 

সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করার সময় আহত হলে তড়িঘড়ি করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে নেয়া হলে শেষ রক্ষা হয়নি। চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জুবিন। গায়কের মৃত্যুর খবর পেয়ে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দিচ্ছে জুবিনের স্ত্রী গরিমা গার্গ।

দীর্ঘ সংগীত জীবনে টালিউড ও বলিউডের বেশ কিছু সিনেমার গানে কণ্ঠ দিয়েছে তিনি। তাছাড়া অনেক বাংলা, হিন্দী, তামিল, তেলুগু, মারাঠী ও নেপালীসহ ৪০টি ভাষায় সর্বমোট ২০,০০০ থেকেও বেশি গান গেয়েছেন।বলিউড অভিনেতা ইমরান হাশমির ‘গ্য়াংস্টার’ ছবির ‘ইয়া আলি’ শিরোনামের গানটি গোটা ভারতে আলোড়ন তৈরি করেছিল। 

জানা গেছে, নর্থ ইস্ট ফেস্টিভ্য়ালে যোগ দিতে সিঙ্গাপুরে গিয়েছিলেন জুবিন। সেখানেই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নর্থ ইস্ট ফেস্টিভ্য়ালে ভারতের উত্তর-পূর্ব অঞ্চলের সংস্কৃতি, ঐতিহ্য এবং জীবনধারা বিশ্ব দরবারে তুলে ধরা হয়। এই উৎসবের মাধ্যমে দেশটির উত্তর-পূর্ব অঞ্চলের ঐতিহ্যবাহী নৃত্য, সংগীত, হস্তশিল্প এবং খাবার প্রদর্শিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *