জাতীয়সারাদেশ

সূর্যগ্রহণ শুরু: বাংলাদেশের আকাশে দুপুর আড়াইটায় সমাপ্তি

Share this:

বলয়গ্রাস সূর্যগ্রহণ শুরু হয়েছে। কঙ্গো, লাইবেরিয়া, ইথিওপিয়া, পাকিস্তান, ভারত ও চীন থেকে বলয়গ্রাস সূর্যগ্রহণ দেখা গেলেও বাংলাদেশসহ বিশ্বের অনেক দেশে আংশিক সূর্যগ্রহণ দেখার সুযোগ রয়েছে। বাংলাদেশে বেলা ১১টা ১৭ মিনিটে সূর্যগ্রহণ শুরু হয়েছে, শেষ হবে দুপুর ২টা ৪৮ মিনিট থেকে ৫৫ মিনিটের মধ্যে। ২০২০ সালে এটি প্রথম সূর্যগ্রহণ।ঢাকায় পরবর্তী সুর্যগ্রহণ দেখা যাবে ২৫ অক্টোবর ২০২২ সালে।

যেসব এলাকায় আকাশ পরিষ্কার আছে, সেখানে খালি চোখে সুর্যগ্রহণ দেখলে বা সুর্যের দিকে তাকালে চোখের মারাত্মক ক্ষতি হতে পারে। উপযুক্ত সোলার ফিল্টার বা ১৩ গ্রেডের ওয়েল্ডিং গ্লাস ব্যবহার করে এই গ্রহণ পর্যবেক্ষণ করা যাবে। টেলিস্কোপ, বাইনোকুলার বা ক্যামেরা সরাসরি সুর্যের দিকে তাক করে গ্রহণ পর্যবেক্ষণ বা ছবি তোলা চোখের মারাত্মক ক্ষতির কারণ হবে। সোলার ফিল্টার সংযুক্ত করে এই গ্রহণ দেখা যাবে ও ছবি তোলা যাবে।

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী জানান, করোনা সংক্রমণের কারণে এবার জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে কোন পর্যবেক্ষণ ক্যাম্প আয়োজন করা না হলেও প্রতিষ্ঠানের নিজস্ব কর্মকর্তা ও কর্মচারিদের জন্য সীমিত পরিসরে গ্রহণ পর্যবেক্ষণের আয়োজন করা হয়েছে।

কঙ্গো প্রজাতন্ত্রের ইম্পফোন্ডো শহরে সকাল ৯টা ৪৬ মিনিটে, কঙ্গোর বোমা শহরে সকাল ১০টা ৪৮ মিনিটে সূর্যগ্রহণ শুরু হয়েছে। সর্বোচ্চ গ্রহণ দেখা যাবে ভারতের যোশীমঠ শহরে বেলা ১২টা ৪০ মিনিটে। ফিলিপিন্সের সামার শহরে দুপুর ২টা ৩১ মিনিটে এবং মিন্দানাও শহরে বেলা ৩টায় ৩৪ মিনিটে সূর্যগ্রহণ শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *