চমক ও রেকর্ডে ভরপুর গ্র্যামি অ্যাওয়ার্ডস ২০২৬-এর মনোনয়ন তালিকা প্রকাশ
(জ্যেষ্ঠ প্রতিবেদক ,সোয়েব সিকদার)-বিশ্বসংগীতের সর্বোচ্চ সম্মান গ্র্যামি অ্যাওয়ার্ডসের ৬৮তম আসরের মনোনয়ন তালিকা প্রকাশিত হয়েছে। এবারের তালিকায় মিলেছে একাধিক চমক, রেকর্ড ও ঐতিহাসিক মুহূর্তের ইঙ্গিত। সোনালি গ্রামোফোন কার হাতে উঠবে— তা নিয়ে ইতোমধ্যেই জল্পনা শুরু হয়েছে সংগীতপ্রেমীদের মধ্যে।
আমেরিকান দুই তারকা কেন্ড্রিক লামার ও লেডি গাগার মধ্যে এবারও হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতার আভাস মিলেছে। কে-পপ এবার রেকর্ড গড়ে নতুন ইতিহাস লিখতে পারে।
তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামার নামও মনোনয়ন তালিকায়— যা এবারের অন্যতম বড় চমক। প্রয়াত তবলা-ওস্তাদ জাকির হোসেনের স্মৃতিতে উৎসর্গ করা অ্যালবামও জায়গা করে নিয়েছে গ্র্যামির তালিকায়। তবে টেলর সুইফট কিংবা কোল্ডপ্লে— দু’জনেরই নাম নেই এবার!
কেন্ড্রিক লামারের রাজত্ব অব্যাহত
টানা দ্বিতীয়বারের মতো সর্বাধিক ৯টি বিভাগে মনোনয়ন পেয়েছেন র্যাপার কেন্ড্রিক লামার। এর মধ্যে রয়েছে তার নতুন অ্যালবাম ‘GNX’-এর জন্য কাঙ্ক্ষিত বর্ষসেরা অ্যালবাম বিভাগ।এদিকে গায়িকা লেডি গাগা পেয়েছেন দ্বিতীয় সর্বাধিক ৭টি মনোনয়ন। তার অ্যালবাম ‘Mayhem’ রয়েছে অ্যালবাম অব দ্য ইয়ার দৌড়ে।
গ্র্যামির ইতিহাসে এর আগে দুজনই পাঁচবার করে এই বিভাগে মনোনীত হলেও কখনও পুরস্কার জিততে পারেননি।
২০২৬ সালের ফেব্রুয়ারিতে যদি লামার বিজয়ী হন, তবে ‘GNX’ হবে গত ২১ বছরে প্রথম র্যাপ অ্যালবাম যা বর্ষসেরা অ্যালবাম পুরস্কার জিতবে। সর্বশেষ ২০০৪ সালে আউটকাস্টের ‘Speakerboxxx/The Love Below’ একই কৃতিত্ব অর্জন করেছিল।
কে-পপের ঐতিহাসিক অর্জন
প্রথমবারের মতো ‘সং অব দ্য ইয়ার’ বিভাগে জায়গা করে নিয়েছে কে-পপ। এর মধ্যে রয়েছে রোজে ও ব্রুনো মার্সের দ্বৈত গান ‘Apate’ এবং অ্যানিমেটেড ফিল্ম ‘K-Pop Demon Hunters’-এর জনপ্রিয় গান ‘Golden’।
‘Apate’ গানটি একসঙ্গে তিনটি বিভাগে মনোনীত হয়েছে— রেকর্ড অব দ্য ইয়ার, সং অব দ্য ইয়ার এবং সেরা পপ যুগল/দলীয় পারফরম্যান্স। এর মধ্য দিয়ে ব্ল্যাকপিঙ্ক সদস্য রোজে হয়েছেন গ্র্যামির ইতিহাসে প্রথম কে-পপ আইডল যিনি ‘বিগ ফোর’-এর অন্তত এক বিভাগে মনোনয়ন পেলেন।
দালাই লামা ও অন্যান্য চমক
তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামা প্রথমবারের মতো গ্র্যামিতে মনোনীত হয়েছেন ‘Meditations: Reflections of His Holiness the Dalai Lama’ অডিওবুকটির জন্য।এই বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করছেন আরও অনেক নামী ব্যক্তিত্ব— যেমন ট্রেভর নোয়া, কেতাঞ্জি ব্রাউন জ্যাকসন এবং ফ্যাব মরভাঁ।
অভিনয় জগত থেকেও বেশ কয়েকজনের নাম এসেছে। কানাডিয়ান অভিনেতা টিমোথি শ্যালামে বব ডিলানের জীবনীভিত্তিক চলচ্চিত্রে গাওয়া গানগুলোর জন্য সেরা কম্পাইলেশন সাউন্ডট্র্যাক বিভাগে মনোনয়ন পেয়েছেন।এছাড়া অভিনেত্রী সিনথিয়া এরিভো ও গায়িকা আরিয়ানা গ্র্যান্ডের যুগল গান ‘Defying Gravity’ মনোনীত হয়েছে সেরা পপ যুগল পারফরম্যান্স বিভাগে।
ভারতের গর্ব আনুশকা শঙ্কর
পণ্ডিত রবি শঙ্করের কন্যা আনুশকা শঙ্কর এবারে পেয়েছেন দুটি মনোনয়ন— ‘Chapter Three: We Return to Light’ অ্যালবামের জন্য সেরা গ্লোবাল মিউজিক অ্যালবাম বিভাগে এবং এর গান ‘Daybreak’ এর জন্য সেরা গ্লোবাল মিউজিক পারফরম্যান্স বিভাগে।
একই বিভাগে মনোনয়ন পেয়েছে প্রয়াত ওস্তাদ জাকির হোসেনের স্মৃতিতে উৎসর্গ করা শক্তি ব্যান্ডের ‘Mind Explosion (Fiftieth Anniversary Tour Live)’ অ্যালবামও। এটি তাদের ৫০ বছর পূর্তি উপলক্ষে রেকর্ড করা লাইভ অ্যালবাম।
সুইফট ও কোল্ডপ্লে নেই কেন?
২০০৬ সালের পর প্রথমবার টেলর সুইফটের নাম গ্র্যামি মনোনয়ন তালিকায় নেই। তার সাম্প্রতিক অ্যালবাম ‘The Life of a Showgirl’ মনোনয়ন সময়সীমার পর প্রকাশিত হওয়ায় এবারে বিবেচিত হয়নি।
অন্যদিকে কোল্ডপ্লের ‘Moon Music’ প্রত্যাশা সত্ত্বেও ভোটারদের মন জয় করতে পারেনি।
মনোনয়ন ও ভোট প্রক্রিয়া
এই বছর প্রায় ২৩ হাজার জমা পড়েছে বিভিন্ন বিভাগে, যার মধ্যে শুধুমাত্র ‘Song of the Year’ বিভাগেই এসেছে ১,০১৫টি গান।
মোট ৯৫টি বিভাগে মনোনয়ন ঘোষণা করা হয়েছে। চূড়ান্ত ভোটগ্রহণ চলবে ১২ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত, আর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে ১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে, লস অ্যাঞ্জেলেসের ক্রিপ্টো ডটকম অ্যারেনায়।
অনুষ্ঠানটি শেষবারের মতো সরাসরি সম্প্রচার করবে সিবিএস টেলিভিশন নেটওয়ার্ক, পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্ম প্যারামাউন্ট প্লাস-এও দেখা যাবে পুরো আয়োজন

