বিএমএসএফ’র কেন্দ্রীয় কমিটিতে বরিশালের হীরা
বরিশাল ব্যুরো : বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)-এর কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন দৈনিক জনকণ্ঠ পত্রিকার বরিশালের ব্যুরো প্রধান ও পেশাজীবী সাংবাদিকদের সংগঠন গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি খোকন আহম্মেদ হীরা ।
সাংবাদিকদের দাবি, অধিকার ও মর্যাদা রক্ষার আন্দোলনকে জোড়দার করতে শুক্রবার দিবাগত রাতে সংগঠনের সিনিয়র সহসভাপতি সাঈদুর রহমান রিমনের সভাপতিত্বে ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশগ্রহন করেন। শেষে কেন্দ্রীয় কমিটিতে অর্ন্তভূক্ত পাঁচজন নতুন সদস্যর নাম ঘোষণা করেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর ।
নতুন সদস্যরা হলেন বেসরকারি টেলিভিশন জিটিভি’র ঢাকার স্টাফ রিপোর্টার রুবিনা ইয়াসমিন, দৈনিক জনকন্ঠ পত্রিকার বরিশালের ব্যুরো প্রধান খোকন আহমেদ হীরা, দৈনিক যুগান্তর পত্রিকার মানিকগঞ্জের সাটুরিয়া প্রতিনিধি মোঃ শাহজাহান সরকার, ময়মনসিংহের দূর্জয় বাংলার সম্পাদক শিবলী সাদিক খান এবং দৈনিক কালের কন্ঠ পত্রিকার চট্টগ্রামের বোয়ালখালী প্রতিনিধি আয়েশা ফারজানা ।
অপরদিকে খোকন আহম্মেদ হীরাকে কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত করায় বিএমএসএফ’র সভাপতি, সাধারণ সম্পাদকসহ সর্বস্তরের নেতৃবৃন্দদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন পেশাজীবী সাংবাদিকদের সংগঠন গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সকল সদস্যরা ।
উল্লেখ্য, ২০০১ সালে শখের বসে ঢাকা থেকে প্রকাশিক সাপ্তাহিক খোঁজখবর পত্রিকার মাধ্যমে সংবাদপত্র জগতে প্রবেশ করেন সাংবাদিক খোকন আহম্মেদ হীরা। পরবর্তীতে বরিশাল থেকে প্রকাশিত দৈনিক সত্য সংবাদ পত্রিকার প্রতিষ্ঠাকালীন সময়ে গৌরনদী প্রতিনিধি, এরপর দৈনিক খবরপত্র পত্রিকার গৌরনদী প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। ওইসময় ২০০৬ সালে প্রথম শ্রেনীর জাতীয় দৈনিক দৈনিক জনকন্ঠ পত্রিকার নিজস্ব সংবাদদাতা গৌরনদী হিসেবে যোগদান করেন ।
পরবর্তী সময়ে খোকন আহম্মেদ হীরা তার কর্মদক্ষতায় ২০১১ সাল থেকে জনকন্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার বরিশাল হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছেন। তিনি ২০১৫ সালে গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। পরবর্তী সময়ে ২০২০ সাল থেকে তিনি (খোকন আহম্মেদ হীরা) পেশাজীবী সাংবাদিকদের সংগঠন গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি হিসেবে সততা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করে আসছেন।