সিঙ্গাপুর থেকে ফিরলেন ২৬২ বাংলাদেশি
সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন ২৪৬ জন বাংলাদেশি। বুধবার (২৪ জুন) সন্ধ্যা ৭টা ১০ মিনিটে তারা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের চার্টার্ড ফ্লাইটে করে দেশে আসেন। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার এ তথ্য জানান।রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিঙ্গাপুরফেরত বাংলাদেশিদের স্বাস্থ্য পরীক্ষা করে কোভিড–১৯ নেগেটিভ সনদ থাকলে তাদের হোম কোয়ারেন্টিনে এবং সনদ না থাকলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানোর কথা রয়েছে।এ দিকে বুধবার সকাল ১১টায় বিমানের আরেকটি চার্টার্ড ফ্লাইটে ২৪৬ প্রবাসী বাংলাদেশি ফ্রান্সের প্যারিসে গেছেন।