বরিশালে করোনায় পিতার মৃত্যু, পুত্র আক্রান্ত
জেলার গৌরনদী উপজেলার পূর্ব ডুমুরিয়া গ্রামে একই সাথে পিতা ও পুত্র করোনায় আক্রান্ত হয়ে ১১ দিন নিজ বাসায় চিকিৎসাধীন থাকার পর শনিবার বিকেলে বৃদ্ধ পিতা মজিবর হাওলাদার (৬৫) মৃত্যুবরন করেছেন। প্রশাসনের সহায়তায় লাশ নিজবাড়ীতে দাফন করা হয়েছে।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১৫ জুন গৃহকর্তা মজিবর হাওলাদার (৬৫) ও তার পুত্র ব্যাংক কর্মকর্তা (৩৫) শরীরে করোনার উপসর্গ দেখা দেয়। তারা উভয়েই নিজ ঘরের মধ্যে আইসোলেশনে থেকে অনলাইনে চিকিৎসা নেন। পরবর্তীতে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী গত ১৯ জুন শেবাচিমের করোনা ল্যাবে নমুনা দেন। ২১ জুন তাদের উভয়ের শরীরে করোনা পজেটিভ শনাক্ত করা হয়। শনিবার বিকেলে বৃদ্ধ মজিবর হাওলাদার মৃত্যুবরন করেন। নিহতের স্বজন রেজাউল করিম জানান, করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার ভয়ে লাশ ঘরের মধ্যে থাকলেও লাশ দাফনের জন্য স্থানীয় কেউ এগিয়ে আসেনি। গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান জানান, খবরপেয়ে লাশ দাফনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হয়েছে।