আগৈলঝাড়ায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধণ
প্রতিনিধি গৌরনদী (বরিশাল) ॥ জেলার আগৈলঝাড়া উপজেলা পরিষদ চত্বরে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা মঙ্গলবার সকালে উদ্বোধন করা হয়েছে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী “মুজিব বর্ষ” উপলক্ষে সরকারের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক “কৃষি উৎসব” পালনের অংশ হিসেবে আগৈলঝাড়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ মেলার আয়োজন করেন।
মঙ্গলবার দুপুরে উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত প্রধান অতিথি হিসেবে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করেন। উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন এর সভাপতিত্বে কৃষি অফিসের হল রুমে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন। মেলার উদ্বোধন শেষে অতিথিরা মেলায় অংশ নেয়া স্টল ঘুরে দেখেন ও একটি গাছের চারা রোপন করেন। মেলায় সর্বমোট ১০টি স্টল বসেছে। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সকাল নয়টা থেকে রাত আটটা পর্যন্ত মেলা চলবে।

