শুরু হলো তাদের সোলমেট
ঢাকাই সিনেমার চিত্রনায়ক সাঞ্জু জন এবং চিত্রনায়িকা বিপাশা কবির।তারা একসঙ্গে বেশ কিছু ওয়েব সিরিজ, শর্টফিল্ম এবং অনেক স্টেজ শো করেছেন।কিছুদিন আগে একটি শর্টফিল্মে অভিনয় করেছেন এর আগে জার্নি নামে একটি ওয়েব সিরিজে কাজ করেছেন।
তবে এই প্রথমবার একসঙ্গে ওয়েব ফিল্মে কাজ করবেন। ‘সোলমেট’ শিরোনামের একটি ওয়েব ফিল্মে তারা চুক্তিবদ্ধ হয়েছেন বেশ কিছুদিন আগে।আর গতকাল থেকেই এই ফিল্মের শুটিং শুরু হয়েছে। এটি চিত্রনাট্য রচনা ও নির্মাণ করেছেন বাপ্পি খান।লাভ এবং অ্যাকশন থ্রিলার পুরো এই প্যাকেজ গল্পে সাঞ্জু বিপাশা ছাড়াও অভিনয় করবেন ‘ঢাকা এটাক’ খ্যাত তাসকিন আহমেদ।আরও থাকছেন শিমুল খান ছাড়াও অনেকেই।
ওয়েব ফিল্ম প্রসঙ্গে বিপাশা কবির ডেইলি বাংলাদেশ টাইম কে বলেন -দারুন একটি গল্পের সিনেমা এটি এবং গতানুগতিক গল্পের বাহিরে একটি স্ক্রিপ্ট এটি আর গল্প শোনাতেই আমার এটি ভালো লাগে।এমন গল্পে খুব বেশি আমার কাজ করা হয়নি আশা করছি দারুন কিছু একটা হবে।গতকাল থেকেই শুটিং শুরু করলাম। টানা শুটিং থাকবে।
বিপাশার সাথে একমত হয়ে সাঞ্জু জন একই কথা বলেন যে,পুরো সিকোয়েশন্স সাসপেন্স আর গল্পটি বেশ স্ট্রং এখানে নিজেকে দারুণভাবে উপস্থিত করতে পারবো বলে মনে হচ্ছে।প্রথমবার গল্পটা যখন শুনেছি তখনি ভালো লাগে চিন্তা করলাম কাজটি করি।এমন গল্পের কাজ খুব কম হয় তাই আমার সেরাটি দেয়ার চেষ্টা থাকবে।