গৌরনদী উপজেলা পরিষদে সিসি ক্যামেরা স্থাপণ
প্রতিনিধি, গৌরনদী (বরিশাল)
বরিশালের গৌরনদী উপজেলা পরিষদের বিভিন্ন স্থানে সার্বক্ষনিক নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা স্থাপণ করা হয়েছে। দুপুরে ফিতা কেটে ক্যামেরা স্থাপণের উদ্বোধণ করেন বরিশাল জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গৌরনদী উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী ও উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া আফরোজ হেলেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। একইদিন সকালে উপজেলা হলরুমে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।