বরিশাল বিভাগ

গৌরনদীতে তিনজনকে পিটিয়ে আহত

Share this:


প্রতিনিধি, গৌরনদী (বরিশাল) ॥ জমিজমা সংক্রান্ত বিরোধ ও আচার খাওয়াকে কেন্দ্র করে জেলার আগৈলঝাড়া ও গৌরনদী উপজেলার পৃথক এলাকায় তিনজনকে পিটিয়ে আহত করা হয়েছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করেছেন। উভয় ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
লিখিত অভিযোগ ও আগৈলঝাড়া হাসপাতালে চিকিৎসাধীন উপজেলার দক্ষিণ শিহিপাশা গ্রামের হারুন শেখের স্ত্রী আহত নাসিমা বেগম জানান, একই গ্রামের মৃত ইসমাইল ফকিরের পুত্র এমদাদ ফকিরের সাথে দীর্ঘদিন যাবত জমির ভোগ দখল নিয়ে তাদের বিরোধ চলে আসছে। এঘটনার সূত্রধরে বৃহস্পতিবার দুপুরে এমদাদ ফকিরের বাড়ীর পাশ দিয়ে নিজ বাড়ীতে ফেরার সময় প্রতিপক্ষ এমদাদ ফকিরের নেতৃত্বে রাহাত হোসেন, মঞ্জুরুল আলম লিটন, ফাহিমা ও পারভীন বেগম মিলে অতর্কিত ভাবে তার (নাসিমা) উপর হামলা চালিয়ে গুরুতর আহত করে। এসময় মায়ের উপর হামলা ঠেকাতে গেলে রাবেয়া নামের একজন কলেজ ছাত্রীকে পিটিয়ে আহত করা হয়। গৌরনদী উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন উপজেলার উত্তর কান্ডপাশা গ্রামের বৃদ্ধ ভাষাই হাওলাদার (৬০) জানান, গত মঙ্গলবার বিকেলে একইবাড়ীর দুই শিশুর আচার খাওয়া নিয়ে দ্বন্দ হয়। এঘটনার জেরধরে ওইদিন রাতে আবুল বেপারীর নেতৃত্বে খোকন আকন, পুতুল বেগম ও বিলকিস বেগম মিলে ভাসাই হাওলাদারকে পিটিয়ে গুরুতর আহত করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *