গৌরনদীতে ইউনিটি ব্লাড ডোনার’স এর মতবিনিময় সভা
প্রতিনিধি, গৌরনদী(বরিশাল) ইউনিটি ব্লাড ডোনার’স ক্লাবএর উদ্যোগে বরিশালের গৌরনদীতে মতবিনিময় সভা গতকাল সোমবার সকালে অনুষ্ঠিত হয়।ডোনার’স ক্লাবএর কার্যালয়ে সভাপতি আবিদ হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও ক্লাবের উপদেষ্টা কাজী আসাদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সাংবাদিক, ক্লাবের উপদেষ্টা মোঃ গিয়াস উদ্দিন মিয়া, কাজী মোকলেছুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচএম জাকির হোসেন, বাউরগাতি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক দীলিপ গাইন। বক্তব্য রাখেন ক্লাবের সাধারন সম্পাদক সোহাগ সরদার, সাংগঠনিক সম্পাদক সুজন খলিফা, আইসিটি সম্পাদক হাসান হাওলাদার, ছাত্র কল্যাণ সম্পাদক ইব্রাহিম খলিফা, সমাজ কল্যাণ সম্পাদক হিমেল তালুকদার, সহ-সম্পাদক ইয়াসিন তালুকদার, সদস্য নুরুউদ্দিন, ডোনা হালদার, রাহুল কুন্ড, সানজানা রহমান মিম প্রমুখ। সভায় স্বেচ্ছায় রক্তদান, রক্ত দানের জন্য মানুষকে উৎসাহ দেয়ার জন্য নানা কর্মসুচির সিদ্ধান্ত গ্রহন করা হয়।