ঢাকা বিভাগসারাদেশ

দৌলতদিয়ায় নদী পারের অপেক্ষায় শত শত যাত্রী ও ছোট গাড়ি

Share this:

ঢাকা ব্যুরো : বিআইডব্লিউটিসি’র হঠাৎ ফেরি চলাচল বন্ধের ঘোষনায় চরম ভোগান্তিতে পড়েছে দেশের গুরত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট দিয়ে পারাপার হওয়া যানবাহনের চালক ও যাত্রীরা।
ফলে নদী পারের অপেক্ষায় দৌলতদিয়া প্রান্তে আটকা পড়েছে এম্বুলেন্স, প্রাইভেটকার, মাইক্রোবাস সহ কয়েকশ যানবাহন। এ ছাড়া আটকা পড়েছে জরুরী ও বিশেষ প্রয়োজনে ঢাকামুখি শত শত যাত্রী।
শনিবাব সকালে দৌলতদিয়া ফেরি ঘাটের পন্টুন ও ঘাটের এপ্রোচ সড়কে অপেক্ষারত যাত্রী ও যানবাহনের এমন চিত্র দেখাযায়।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক ফিরোজ খান জানান, উদ্র্ধতন কর্তৃপক্ষের নির্দেশে সকাল ৬টা থেকে ফেরি চলাচল সস্পূর্ণ বন্ধ রেখেছেন। দিনে কোন যানবাহন বা যাত্রী পারাপার করবেন না। তবে জরুরী সেবার অ্যাম্বুলেন্স এক সঙ্গে ৮/১০ হলে ছোট ফেরি দিয়ে সেটি পার করবেন। এ ছাড়া রাতে পন্যবাহি ট্রাক পারাপার করা হবে। ফেরি বন্ধ থাকায় দৌলতদিয়া প্রান্তে যাত্রী ও ছোট যানবাহনের কিছুটা চাপ রয়েছে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *