আবুল হাসানাত আব্দুল্লাহ এমপির সুস্থতা কামনায় দোয়া
প্রতিনিধি,গৌরনদী (বরিশাল) ॥ শারিরিক ভাবে অসুস্থ হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীণ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে, পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন পরীবিক্ষণ কমিটির আহবায়ক (মন্ত্রী পদমর্যাদা) ও গৌরনদী-আগৈলঝাড়া থেকে নির্বাচিত এমপি আবুল হাসানাত আব্দুল্লাহর সুস্থতা কামনায় বরিশালের গৌরনদীর মাহিলাড়া ইউনিয়ন পরিষদ হলরুমে দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়েছে। দুপুরে পরিষদ কার্যালয়ে দোয়া অনুষ্ঠানের আয়োজন করেন মাহিলাড়া ইউনিয়নের চেয়ারম্যান সৈকত গুহ পিকলু। দোয়া-মিলাদে আবুল হাসানাত আব্দুল্লাহ এমপির দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করা হয়। দোয়া অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর আহাদ মিয়া রাসেল, উপজেলা আওয়ামী লীগ নেতা আবুল কালাম শিকদার, ইউপি সদস্য মিজানুর রহমান, শাহাদাত হাওলাদার, হাসান আল মামুন, ছাত্রলীগ নেতা মাসুম সরদার প্রমুখ। দোয়া-মোনাজাত পরিচালনা করেন মাওলানা বজলুর রহমান।