গৌরনদীতে তিন শতাধিক গাছ কর্তন
প্রতিনিধি, গৌরনদী (বরিশাল) : উপজেলার আধুনা গ্রামে ফলজ, বনজসহ বিভিন্ন প্রজাতির তিন শতাধিক গাছ কেটে ফেলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় মামলার বাদি রিনা বেগম (৩৫) জানান, প্রতিবেশী আবুল বাশার মৃধা ও কামাল মৃধা গংরা দীর্ঘদিন থেকে জোরপূর্বক তার পৈত্রিক সম্পত্তি দখলের চেষ্টা করে আসছে। এরই প্রেক্ষিতে প্রতিপক্ষের প্রভাবশালীরা জোরপূর্বক তাদের সম্পত্তি থেকে ছয় লাখ টাকা মূল্যের বিভিন্ন প্রজাতির তিন শতাধিক গাছ কেটে ফেলে। তিনি আরও জানান, প্রতিপক্ষের বিরুদ্ধে থানায় ও আদালতে মামলা দায়ের করায় তারা মামলা উত্তোলনের জন্য বিভিন্ন ধরনের হুমকি দিয়ে আসছে। এবিষয়ে গৌরনদী মডেল থানার এএসআই মোঃ আসাদুজ্জামান জানান, অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।