বরিশাল বিভাগ

উজিরপুরে সরকারী সম্পত্তি দখল করে পাকা স্থাপণা নির্মাণ

Share this:


প্রতিনিধি, উজিরপুর (বরিশাল) কোন নিয়মনীতির তোয়াক্কা না করে সরকারী সম্পত্তিতে অবৈধ ভাবে পাকা স্থাপণা নির্মাণের অভিযোগ পাওয়া গেছে।
সরেজমিন দেখা গেছে, জেলার উজিরপুর উপজেলার বামরাইল বন্দরে খালের একাংশ দখল করে পাকা স্থাপণা নির্মাণ কাজ চালিয়ে আসছে স্থানীয় ইউপি সদস্য আতিকুর রহমান। ইউপি সদস্য আতিকুর রহমান জানান, ওই সম্পত্তি তার ডিসিআর নেয়া। তবে ডিসিআর সম্পত্তিতে পাকা স্থাপণা নির্মাণ বৈধ কিনা জানতে চাইলে তিনি কোন সদুত্তর দিতে পারেননি। এবিষয়ে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন উজিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জয়দেব চক্রবর্তী।
অপরদিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে সওজের সম্পত্তির উপর পাকা স্থাপণা নির্মাণ কাজ চালিয়ে আসছে স্থানীয় প্রভাবশালী শাহজাহান বেপারী। গত কয়েকদিন যাবত অব্যাহত ভাবে নির্মাণ কাজ চালিয়ে আসলেও সরকারী সম্পত্তি রক্ষায় এগিয়ে আসেনি কেউ। এবিষয়ে সওজের নির্বাহী প্রকৌশলী মোঃ মাসুদ খান জানান, বিষয়টি আমার জানা নেই। তবে এবিষয়ে খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেয়া হবে। এছাড়াও একই উপজেলার বাকাই বাজারে পরিত্যাক্ত স্বাস্থ্য উপ-কেন্দ্র দখল করে মুরগীর দোকানসহ অন্যান্য দোকান ঘর চালিয়ে আসছে স্থানীয় প্রভাবশালীরা। সরকারী সম্পত্তি দখল মুক্ত করতে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন নাগরিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *