বিনোদনসিনেমা

আমার স্বপ্ন ছিল জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাব -বাসু

Share this:

কে হবেন ২০১৯ সালের সেরা নায়ক-নায়িকা? সেরা পরিচালক হিসেবে কার হাতে উঠবে স্বীকৃতি? সেরা ছবির স্বীকৃতিটাই বা কোন ছবির ভাগ্যে জুটবে? সব প্রশ্নের উত্তর মিললো অবশেষে।

তথ্য মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে জানা গেছে, ২০১৯ সালের জন্য মোট ২৬টি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করা হয়েছে। ২৬ টি বিভাগের মধ্যে শ্রেষ্ঠ শিল্প নির্দেশক (১) পেয়েছেন জনাব মোহাম্মদ রহমত উল্লাহ বসু। তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন জাকির হোসেন রাজু পরিচালিত ‘মনের মত মানুষ পাইলাম না’ সিনেমার জন্য।

আবেগ জড়িত কন্ঠে বাসু বলেন, দীর্ঘদিনের কস্টের ফল আজ পেলাম আমি। আমার স্বপ্ন ছিল একদিন পুরস্কার পাব। এরজন্য আমি অনেক কস্ট করেছি অনেক ভালো ভালো সিনেমায় কাজ করেছি।আমার সবটা দিয়েই কাজ করেছি আমার সাধনা আমার স্বপ্ন আজ পুরন হয়েছে। আমি অপেক্ষা করতাম সারাজীবন এই পুরস্কার এর জন্য। সবার দোয়া আর ভালোবাসা আর কাজ আমাকে আমার স্বপ্ন বাস্তবায়ন করেছে।সবার কাছে আমি কৃতজ্ঞ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *