ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা আঁচল।বেশ কিছু নতুন সিনেমায় কাজ করছেন।সম্প্রতি মিজানুর রহমান লাবু পরিচালিত সিনেমা ‘যমজ ভুতের গল্প ‘ সিনেমায় কাজ করছেন।সুনামগঞ্জে এ সিনেমার শুটিং চলছে।সিনেমার শুটিং এর মধ্যে চিত্রনায়িকা আঁচল নিজের ফেসবুকে শেয়ার করেছেন কিছু মনোমুদ্ধকর ছবি।(গ্যালারি -১)