ব্যবসা শুরু করলেন চিত্রনায়ক সাঞ্জু জন
ঢাকাই সিনেমার আইটেম বয় চিত্রনায়ক সাঞ্জু জন।এরইমধ্যে বেশ কিছু সিনেমা অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেছেন।সিনেমার পাশাপাশি তিনি ওয়েব ফিল্ম এবং বিগ বাজেটের মিউজিক ভিডিও কাজ করেন।
সম্প্রতি তিনি ব্যবসায়ী হলেন। এস.জে ক্লোথিং বাই সাঞ্জু জন নামের একটি অনলাইন বিজনেস চালু করেছেন।বেশ কয়েকদিন ধরেই তিনি এখানেই সময় দিচ্ছেন।
নতুন কাজের প্রসঙ্গে তিনি ডেইলি বাংলাদেশ টাইম কে বলেন,অভিনয় করছি অনেকে কাজ করছি ভাবলাম পাশাপাশি অল্টানেটিম কিছু একটা থাক তাই এটা শুরু করলাম।আমার এস.জে ক্লোথিং বাই সাঞ্জু জন এখানে সকল ধরনের পোশাক পাবে। প্রথমে পোশাক থাকছে এরপরে ফ্যাশন সংক্রান্ত সব কিছুই থাকবে।
তিনি আরো বলেন, আপাতত অনলাইন চালু করেছি অফিস নিয়েছি এরপরে শোরুম ওপেন করব।সবকিছু প্ল্যান মতাবেক অগ্রসর হচ্ছি। সবাই দোয়া করবেন যেন ভালো কিছু করতে পারি।
উল্লেখ্য, বর্তমানে সাজু জন বর্ডার, বন্ধন,সোলমেট সহ বেশকিছু সিনেমা মুক্তির অপেক্ষা আছে।