বরিশাল বিভাগ

গৌরনদীতে আবারো ইজিবাইকসহ চালক নিখোঁজ

Share this:

প্রতিনিধি, গৌরনদী (বরিশাল) :

উপজেলার ভুরঘাটা বাসষ্ট্যান্ড থেকে রাকিব হাওলাদার (১৮) নিজের ইজিবাইকসহ চালক নিখোঁজ হয়েছেন। নিখোঁজ ইজিবাইক চালক রাকিব উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের কমলাপুর গ্রামের নজরুল হাওলাদারের পুত্র।


নিখোঁজের স্বজনরা জানান, প্রতিদিনের ন্যায় গত শনিবার বিকেলে নিজের ইজিবাইক নিয়ে যাত্রী পরিবহনে নামেন রাকিব। এরপর বিকেল থেকে তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ রয়েছে। অনেক খোঁজাখুজি করেও নিখোঁজ রাকিবের কোন সন্ধান পাওয়া যায়নি।
উল্লেখ, গত বছরের আগস্ট মাসে গৌরনদী উপজেলার বাটাজোর বাসষ্ট্যান্ড থেকে নিজের ইজিবাইকসহ নিখোঁজ হয়েছিলেন উজিরপুরের উত্তর মোড়াকাঠী গ্রামের আব্দুছ ছালাম রাঢীর পুত্র মামুন রাঢী। নিখোঁজের আটদিন পর বরিশাল-ঢাকা মহাসড়কের বার্থী হাইস্কুল সংলগ্ন খাল থেকে জবাই করা অর্ধগলিত মামুনের লাশ উদ্ধার করে পুলিশ। এঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের পর পুলিশ দীর্ঘদিন তদন্ত করে চাঞ্চল্যকর মামলাটি সিআইডিতে হস্তান্তর করেন। অদ্যবর্ধি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মামুন হত্যার কোন রহস্য উদঘাটন করতে পারেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *