জাতীয়ঢাকা বিভাগসারাদেশ

পলাশে নির্বাচিত অনুশীলনকারী শুভেচ্ছা দ্রুতদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরন

Share this:

ঢাকা ব্যুরো : জীয়ন ও ব্রাকের যৌথ উদ্যোগে এইচবিসি প্রকল্পের অধীনে নরসিংদী জেলার পলাশ উপজেলার আটাশ জন অনুশীলনকারী শুভেচ্ছা দ্রুতদের মাঝে সাস্থ্যবিধি সামগ্রী (এপ্রোন,মাস্ক,নিম সাবান , হ্যান্ডস গ্লোবস,জিংক টেবলেট,হ্যান্ড সানিটাইজার ব্লাক সীডস্ ইত্যাদি) বিতরন করেন। এতে আর্থিক ও কারিগরি সহায়তা করেন ইউকে এইড ও ইউনিলিভার। গ্রামীন জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় নিয়োজিতমূখ্য ভূমিকা পালনকারী নির্বাচিত অনুশীলনকারী ফার্মেসী সমূহ যাতে স্বাস্থ্যবিধি বিষয়ে পারদর্শী হয়ে উঠতে পারে সে লক্ষ্যে জীয়ন বাংলাদেশ নিরন্তর কাজ করে চলছে। জীয়নের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরনের মূল উদ্দেশ্য হলো অনুশীলনকারী ফার্মেসী সমূহকে স্বাস্থ্য বিধি সম্পর্কে সচেতন করা এবং যাতে তারা নিজেরা স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ব্যবহার করে নিজে সচেন হয় এবং শুভেচ্ছা দ্রুতদের ভূমিকায় অন্যদের তা মেনে চলতে উৎসাহীত করে।ফলে শুভেচ্ছা দ্রুতদের নিজ-নিজ এলাকায় স্বাস্থ্য অভ্যাস চর্চার সংস্কৃতি গড়ে উঠবে এবং এলাকার সার্বিক চিত্র ইতিবাচক লক্ষ্য করা যাবে। বিসিসি মেটেরিয়াল বিতরনে তিনদিন ব্যাপি পুরোকাজে সার্বিক ভাবে সহযোগিতা করেন জীয়ন বাংলাদেশ এর শুভেচ্ছা দ্রুত মোঃরফিকুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *