বিনোদন

তিন সিনেমায় কায়েস আরজু

Share this:

‘বাজাও বিয়ের বাজনা’, ‘প্রেম বিষাদ’, ‘হেডমাস্টার’, ‘মেয়েটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল’ সর্বশেষ শামীমূল ইসলাম শামীম পরিচালিত ‘আমার প্রেম আমার প্রিয়া’ ছবিতে অভিনয় করেন চট্টগ্রাম থিয়েটার থেকে উঠে আসা আরজু। এ ছবিতে আলোচিত পরীমনির সঙ্গে আরজুর লিপলক এখনও চায়ের কাপে ঝড় তোলে।

এসবই পুরানো খবর নতুন খবর হচ্ছে কায়েস আরজু সম্প্রতি তিনটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। গতকাল তিনি এ সিনেমার গল্প শুনেই প্রেমে পড়েছেন যান নায়ক।

প্রথম সিনেমা পরিচালনা করবেন পরিচালক শাহিন সুমনের তত্বাবধানে পরিচালক জাফর আল মামুন।সিনেমার নাম ‘এক পশলা বৃস্টি’ কায়েস আরজুর বিপরীতে দেখা যাবে আচলকে। এই সিনেমার শুটিং ২৪ তারিখ হতে শুরু হবে।

তিনটে সিনেমার প্রসঙ্গে কায়েস আরজু বলেন,তিনটে সিনেমাই আলদা আলাদা গল্পের উপর নির্মিত হবে।প্রথম সিনেমার গল্প রোমান্টিক এ্যাকশন থ্রিলার।এখানে আমাকে ভিন্নভাবে উপস্থাপন করা হচ্ছে।বাকি দুটোর ব্যাপারে এখনি কিছু আর বলতে চাচ্ছিনা।

উল্লেখ্য বর্তমানে কায়েস আরজু ইফতেখার চৌধুরী পরিচালিত ‘মুক্তি ‘সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *