বরিশাল বিভাগ

গৌরনদীতে দুই প্রতারক আটক

Share this:


প্রতিনিধি, গৌরনদী (বরিশাল) : নিজেদের আরএফএল কোম্পানীর লিগ্যাল অফিসার পরিচয়ে প্রতারনার মাধ্যমে ব্যবসায়ীর কাছে টাকা দাবি করা দুই প্রতারককে জনতা আটক করে থানা পুলিশের কাছে সোর্পদ করেছে। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে জেলার গৌরনদী উপজেলার টরকী বন্দরে।
আটককৃতরা হলো-ফরিদপুরের নগরকান্দা থানার কৃষ্ণনগর গ্রামের মৃত বারেক শেখের পুত্র সামাদ শেখ (৪১) ও গোপালগঞ্জের কাশিয়ানী থানার নাট গ্রামের তোহাজ্জোত মোল্লার পুত্র হারুন-অর রশিদ (৪০)।
গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন জানান, টরকী বন্দরের আরএফএল’র পন্য বিক্রেতা এক ব্যবসায়ীর কাছে আটককৃত দুই ব্যক্তি নিজেদের বরিশাল জোনের আরএফএল কোম্পানীর লিগ্যাল অফিসার পরিচয় দিয়ে প্রতারনার মাধ্যমে দুইনাম্বার মালামাল বিক্রির অভিযোগ তুলে মোটা অংকের টাকা দাবি করে। এসময় বন্দরের ব্যবসায়ীদের সন্দেহ হলে তারা আটককৃতদের চ্যালেঞ্জ করে। একপর্যায়ে পালানোর সময় ব্যবসায়ীরা ওই দুইজনকে আটক করে থানা পুলিশের কাছে সোর্পদ করে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *