গৌরনদীতে মেম্বার প্রার্থীর নির্বাচনী প্রস্তুতি সভা
মো:নাসিরল ইসলাম লিটু : উপজেলার ৬নং বাটাজোর ইউনিয়নের ৬নং ওয়াডের বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ইউপি সদস্য মরহুম নুর হোসেন শেখের ছেলে মেম্বার পদপ্রার্থী মো: রেজাউল শেখের সমর্থনে নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাত ৮টার সময় ৬নং ওয়াড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো:বাদশা হাওলাদারে বাড়িতে পবিত্র কোরবান ও গীতা পাঠের মধ্য দিয়ে,চন্দ্রহার কে অার মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক মো:আ:রব হাওলাদার সভাপতিত্বে বক্তব্য রাখেন আ:ছত্তার হাওলাদার সমাজসেবক আওয়ামীলীগের ওয়াড সাধারণ সম্পাদক বাদশা হাওলাদার, বিদ্যুৎ শ্রমিকলীগ নেতা মো: মোক্তার হোসেন,বাটাজোর ইউনিয়নের যুবলীগ নেতা মো,ফিরদাউস ফকির,মো:মোস্তাফিজুর রহমান শাহীন আকন প্রমুখ। বক্তারা নুতন ও নবীন প্রার্থী রেজাউল করিমকে বিজয়ী করার আহব্বান জানান। এ সময় শত শত নারী ও পুরুষ উপস্থিত ছিলেন।