মুজিব শতবর্ষ উপলক্ষ্যে বামরাইলে ক্রিকেট র্টুনামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার বরিশাল : উজিরপুর উপজেলার বামরাইল হাই স্কুল মাঠে পর্যায়ক্রমে মোট ১৬ টি দল অংশগ্রহণ করে ফাইনালে যায় বেষ্টঅফ কালিহতা বনাম মোড়াকাঠী একাদশ। গতকাল এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। কালিহাত একাদশ প্রথমে ব্যাট করে ১৬১ রানের টার্গেটে ফেলে জবাবে মোড়াকাঠী চ্যালেঞ্জার ১২০ রানে অলআউট হয় ফলে কালিহাতা একাদশ ৪১ রানে বিজয়ী হয়। এ সময় প্রধান অতিথি বামরাইল হাই স্কুলের প্রধান শিক্ষক জনাব মো,ইউসুফ হোসেন,বিশেষ অতিথি যুবলীগ নেতা মো,শাওন বালী, যুবলীগ নেতা মো:মিরাজ ফরাজী,মো,আমিনুল ইসলাম, মো,আরিয়ান,মো, হাফিজুল ইসলাম প্রমুখ উপস্থিত থেকে বিজয়ীদের শুভেচ্ছা ও পুরুষ্কার তুলে দেন। বিজয়ী দল পরিচালনা করেন বেষ্ট অফ কালিহাতা একাদ্বশের ম্যানেজার মো,মুন্না মুন্সী, মো,রাশেদ হাওলাদার।