গৌরনদীর বেদেপল্লীতে সংঘর্ষ : থানায় মামলা
প্রতিনিধি, গৌরনদী (বরিশাল) :
গৌরনদী পৌরএলাকার দুই নং টরকীর চর বেদেপল্লীতে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় ২৪ জনকে অভিযুক্ত করে থানায় মামলা দায়ের করা হয়েছে।
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শুক্রবার অভিযুক্ত ব্যক্তিদ্বয়ের নেতৃত্বে দেশীয় অস্ত্র নিয়ে বেদেপল্লীতে বসবাসরত শাহজাহান হাজী এবং জন্টু সরদারের বসতঘরে হামলা ভাংচুর ও লুটপাট করে। এ সময় নারী ও পুরুষ সহ কমপক্ষে ১০ জন আহত হয়।
তৃতীয় দফায় সংঘর্ষের সংবাদ পেয়ে বেদেপল্লী পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপিন চন্দ্র বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার আবদুর রব, সহকারী কমিশনার (ভূমি) আরিফুর রহমান প্রিন্স এবং থানার অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেন।