গৌরনদীতে প্রতিপক্ষের হামলায় নারীসহ পাঁচজন আহত
প্রতিনিধি,গৌরনদী (বরিশাল) তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বরিশালের গৌরনদী পৌরসভার সুন্দরদী মহল্লায় প্রতিপক্ষের হামলায় নারীসহ পাঁচজন আহত হয়েছে।
গুরুতর আহত তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় শুক্রবার সকালে গৌরনদী মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
ঘটনার প্রদ্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাত নয়টার দিকে গৌরনদী হাইওয়ে থানার সামনে বসে স্থানীয় নিজাম বেপারীর পুত্র রবিউল বেপারীর সাথে আজিজ দেওয়ানের পুত্র আরমান দেওয়ানের হাতাহাতি হয়। এ ঘটনার সূত্রধরে আরমানের লোকজন হামলা চালিয়ে প্রতিপক্ষের পাঁচজনকে আহত করে। তবে হামলার বিষয়টি অস্বীকার করেছেন আরমান দেওয়ান।