গৌরনদীতে সাবেক ইউপি সদস্যর পাকা ধানে আগুন
প্রতিনিধি, গৌরনদী (বরিশাল) উপজেলার খাঞ্জাপুরে তিনশত চল্লিশ শতক জমির পাকা ধানে আগুন দেয়া হয়েছে।
সাবেক ইউপি সদস্য আরজ আলী সরদার গত চার দিন যাবত ধান কেটে বাড়ির উঠানে জমা করছিলেন, শনিবার দুপরে ধানে আগুন দিয়ে পালিয়ে যায় দুরবিত্তরা । এতে প্রায় দুই লক্ষাধিক টাকার ধান পুড়ে যায়। তিনি (আরজ আলী) জানান আগামী ইউপি নির্বাচনে আমাকে ঘায়েল করার জন্য কতিপয় ব্যাক্তি আমার পাকা ধানে আগুন দিয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ আফজাল হোসেন জানান, অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।