বরিশাল বিভাগ

গৌরনদীতে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার

Share this:


প্রতিনিধি, গৌরনদী (বরিশাল) : গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে অজ্ঞাত বৃদ্ধ (৬০) মরদেহ উদ্ধার করা হয়েছে।
উপজেলা হাসপাতালের ইমারজেন্সি বিভাগের চিকিৎসক মোঃ টিপু সুলতান জানান, মঙ্গলবার সকালে অজ্ঞাত বৃদ্ধকে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন গৌরনদী ফায়ার সার্ভিসের সদস্যরা। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
গৌরনদী মডেল থানার ওসি তদন্ত মোঃ তৌহিদুজ্জামান জানান, উপজেলার কাসেমাবাদ বাসষ্ট্যান্ডে অজ্ঞাত বৃদ্ধকে পরে থাকতে দেখে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেয় স্থানীয়রা। এসময় বৃদ্ধকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সে (বৃদ্ধ) মৃত্যুবরন করেন।
তিনি আরও জানান, দুপুরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। পাশাপাশি পরিচয় খুঁজে পাওয়ার জন্য বিভিন্ন থানায় বৃদ্ধের ছবিসহ ম্যাসেজ পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *