গৌরনদীতে আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী,র্যালি
প্রতিনিধি, গৌরনদী (বরিশাল) : আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বুধবার বিকেলে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসষ্ট্যান্ডে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
গৌরনদী উপজেলা, পৌর আওয়ামী লীগ ও তার সকল সহযোগি সংগঠনের উদ্যোগে দলীয় কার্যালয় থেকে র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ।
র্যালি শেষে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ হারিছুর রহমান, উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী সহ অন্যান্য নেতৃবৃন্দরা ।