দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন
আজ বুধবার (৭ জুলাই) সকালে ঢাকাসহ দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়েছে। সকাল ৯টা ১৫ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।
বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ২। উৎপত্তিস্থল ছিল ভারতের আসামের লক্ষ্মীপুর। ঢাকা থেকে ২৪২ কিলোমিটার উত্তরে এর অবস্থান।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ ইউএসজিএস জানায়, এই কম্পনের মাত্রা ছিল ৫ দশমিক ৩। সময় ৯ টা ১৫ মিনিটে ভারতের লক্ষ্মীপুরের ৭ কিলোমিটার দক্ষিণে ছিল এর অবস্থান।
ঢাকাসহ বিভিন্ন শহরে অনেকেই এ ভূকম্পন অনুভব করেছেন। অনেকে জানিয়েছেন
ভূমিকম্পটি ৪-৫ সেকেন্ডের মতো স্থায়ী ছিল বলে তাদের ধারনা। ঢাকা ছাড়াও সিলেট, কুড়িগ্রামসহ কয়েকটি জেলা থেকে ভূকম্পন অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে। কোন কোন এলাকায় ভূমিকম্পের আতঙ্কে মানুষজন ঘর থেকে বের হয়ে আসে। এখন পর্যন্ত কোথাও থেকে হতাহতের কোন পাওয়া যায়নি।