চায়ের চুমুকে এবারের অতিথি মাসুদ রানা সময়
দেশের জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফ্যাশন ডিজাইনার মাসুদ রানা সময়।দীর্ঘদিন যাবত তিনি গ্ল্যামারর্স দুনিয়া বাস তার।নামি-দামি অনেক ফ্যাশন হাউজে তিনি ডিজাইনার হিসেবে ছিলেন।
দেশের তারকাদের প্রথম পছন্দ মাসুদ রানা সময়ের ডিজাইন করা বাহারী সকল পোশাক।সময় এই সব কাজের জন্য পুরস্কারও পেয়েছেন বিভিন্ন প্রোগ্র্যামে।তবে তিনি অনেকটাই প্রচারের বাহিরে থাকতেই পছন্দ করেন। তিনি মনে করেন কাজটাই আসল আর ভালো কাজ করলে মানুষ এমনিতেই জানবে।

গত ৮ জুলাই এই খ্যাতিসম্পন্ন ফ্যাশন ডিজাইনারের জন্মদিন ছিল।সারাদিন শুভেচ্ছা নিতে আর দিতে চলে যায় দিন এতে করে কিছুটা বিপাকেও পরেন তিনি কারণ সেদিন অনেক চ্যানেলেই তার ছিল টকশো এবং অতিথি হবার কথা।তবে ভালোবাসায় সিক্ত এ খ্যাতিসম্পন্ন ফ্যাশন ডিজাইনার সেদিন যায়নি কোথাও।
তবে,এটিএন বাংলার চায়ের চুমুকের অতিথি হলেন তিনি। আজ বিকেল বেলায় সামাজিক দুরত্ব রেখেই এটিএন বাংলার ফ্লোরে নিরাপদে শুটিং শেষ করেন।
চায়ের চুমুকে অতিথি হওয়ার প্রসঙ্গে মাসুদ রানা সময় ডেইলি বাংলাদেশ টাইম কে বলেন, গতকাল জন্মদিন ছিল আমার সবার এত আমার প্রতি ভালোবাসা দেখে আমি অশ্রুসিক্ত, তাই যেতে পারিনি কাল অনেক যায়গায় তবে এ নিয়ে মন খারাপের শেষ নেই আমার। তবে আজকে গেলাম আমার একটি প্রিয় শো তে।
তিনি আরো বলেন,চায়ের চুমুকে তারকাদের জন্য খুব ভালো একটি প্রোগ্যাম এখানে নানা বিষয় নিয়ে কথা হয়, আমি দেখি এই প্রোগ্যাম।আর আজকে অতিথি ছিলাম আমি, খুব ভালো লাগল এসে এখানে।অনেক আড্ডা গল্প জানা অজানা কথা এবং কাজের প্রসঙ্গে টুকটাক আলাপ এ নিয়েই শুটিং শেষ করি।
চায়ের চুমুকে প্রোগ্র্যামটি প্রযোজনা করেছেন সম্পা মাহমুদ। এটি প্রচার হবে আগামী সপ্তাহে।

