বরিশাল বিভাগ

বরিশাল সিটির ১৪২ স্থানে হবে পশু কোরবানি

Share this:


প্রতিনিধি, গৌরনদী (বরিশাল) বরিশাল সিটি কর্পোরেশনের ৩০টি ওয়ার্ডে পশু কোরবানির জন্য ১৪২টি স্থান নির্ধারণ করা হয়েছে। একইসাথে পরিচ্ছন্নতা বিভাগের এক হাজার কর্মী বর্জ্য অপসারণ প্রক্রিয়া সম্পন্ন করতে কাজ করবেন ।


বিষয়টি নিশ্চিত করে সিটি কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা ও ভ্যাটেনারি সার্জন ডাঃ রবিউল ইসলাম বলেন, সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর নির্দেশনা অনুযায়ী ওয়ার্ডগুলোতে পশু কোরবানির জন্য স্থান নির্ধারণ করা হয়েছে। প্রতিটি নির্ধারিতস্থানে কোরবানির পশুর বর্জ্য ভরে রাখতে পর্যাপ্ত ব্যাগ ও জবাইয়ের স্থান জীবানু মুক্ত রাখতে ব্লিচিং পাউডার সরবরাহ করা হয়েছে ।


তিনি আরও বলেন, কোরবানির দিন বেলা দুইটা থেকে ৬ ঘন্টার টার্গেট ঘোষানা করা হয়েছে। এরমধ্যে বরিশাল নগরীর ৩০টি ওয়ার্ডে কোরবানির পশুর বর্জ্য অপসারণ করা হবে। সেক্ষেত্রে পরিচ্ছন্নতা বিভাগের কর্মীদের পাশাপাশি পানি শাখার কর্মীরা কাজ করবেন ।


অপরদিকে নগরবাসীর মধ্যে যারা নির্ধারিতস্থানে পশু কোরবানি করবেন না তাদের পরিবেশ বিনষ্ট না করে নিজ দায়িত্বে বর্জ্য নির্ধারিতস্থানে ফেলার আহবান জানানো হয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *