বরিশাল বিভাগ

শেবাচিমে চিকিৎসাধীন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের মৃত্যু

Share this:


বরিশাল ব্যুরো : করোনায় আক্রান্ত হয়ে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেছেন ঝালকাঠির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সানিয়া আক্তার (২৯ ) ।


বুধবার দুপুরে শেবাচিমের পরিচালক ডাঃ এইচএম সাইফুল ইসলাম জানান, সানিয়া আক্তার সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। গত ১২ জুলাই তিনি ঝালকাঠি সদর হাসপাতালে র‌্যাপিড এন্টিজেন টেস্টে করোনা পজেটিভ নিশ্চিত হন। তার স্বামী ঝালকাঠির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কেএইচএম ইমরানুর রহমানও একইদিন করোনা পজেটিভ নিশ্চিত হয়েছেন ।


তিনি আরও জানান, অন্তঃসত্ত্বা হওয়ায় ওইদিনই সানিয়া আক্তারকে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয় । সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য গত ১৬ জুলাই তাকে শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়। অন্তঃসত্ত্বা হওয়ায় সানিয়া আক্তারের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম ছিলো । এছাড়া তার প্রচুর শ্বাসকষ্ট ছিলো। ফলে হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা দিয়ে তার শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রাখার চেষ্টা করা হচ্ছিল। কিন্তু চিকিৎসকদের সকল প্রচেষ্টাকে ব্যর্থ করে দিয়ে বুধবার সকাল সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *