সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার প্রতিবাদে বরিশালে মানববন্ধন
বরিশাল ব্যুরো ॥ খুলনার রূপসা উপজেলার শিয়ালকাঠি গ্রামে অর্ধশত হিন্দু পরিবারের ওপর হামলা চালিয়ে মন্দির, প্রতিমা এবং ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুরের প্রতিবাদে বরিশালে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।
বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোটের আয়োজনে শুক্রবার সকাল ১০টায় নগরীর সদর রোডে ঘন্টাব্যাপী মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা অংশগ্রহণ করেন । মহাজোটের সভাপতি সঞ্জয় ঘোষের সভাপতিত্বে মানববন্ধন চলাকালীন অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, দেশে ভাবমূর্তি বিনষ্ট করতেই মৌলবাদী স্বাধীনতা বিরোধী চক্র এ হামলার ঘটনা ঘটিয়েছে ।
এ ধরণের হামলা ও নির্যাতন চালিয়ে অস্তিতিশীল পরিস্থিতি তৈরী করে এ দেশ থেকে হিন্দু শুণ্য করার চেষ্টা চালানো হচ্ছে। দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হামলাকারীদের কঠোর হস্তে দমন করতে বক্তারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। কর্মসূচিতে বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট, শ্রী শ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মিশন, বাংলাদেশ জাতীয় হিন্দু স্বেচ্ছাসেবক মহাজোটের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।