বরিশাল বিভাগ

পালরদী নদীর ভাঙ্গনে হুমকিতে দেড় কিলোমিটার এলাকা

Share this:


প্রতিনিধি, গৌরনদী (বরিশাল) : আড়িয়াল খাঁ’র শাখা পালরদী নদীর ভাঙ্গনে হুমকির মূখে পরেছে গৌরনদী পৌর এলাকার নদীপাড়ের দেড় কিলোমিটার এলাকা ।
স্থানীয় বাসিন্দারা জানান, গৌরনদী পৌর এলাকার টিকাসার থেকে দিয়াশুর পর্যন্ত নদীপাড়ে প্রায় দুই শতাধিক পরিবারের বসবাস। গত কয়েক মাস যাবত নদীর অব্যাহত ভাঙ্গনের ফলে নদীগর্ভে বিলীন হয়ে গেছে গাছপালাসহ একাধিক স্থাপনা ।

নদী ভাঙ্গনরোধে কার্যকরী ব্যবস্থা গ্রহনের জন্য সরকারের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন নদীপাড়ের বাসিন্দারা । এবিষয়ে গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস জানান, ইতিমধ্যে ভাঙ্গনকবলিত এলাকা পরিদর্শন করা হয়েছে। পাশাপাশি পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *